ফের রক্তক্ষরণ শেয়ার মার্কেটে (Share Market)। ট্রাম্পের ইস্পাত-অ্যালুমিনিয়াম পণ্যের উপরে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর পরেই হু হু করে পয়েন্ট পড়তে শুরু করেছে দালাল স্ট্রিটে। মঙ্গলবার দুপুরে ১১০০ পয়েন্টেরও বেশি পড়েছে সেনসেক্সের সূচক। এর জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে বিনিয়োগকারীদের।
মঙ্গলবার দুপুর সোয়া একটা নাগাদ ১২০০ পয়েন্টেরও বেশি নীচে নেমে যায় সেনসেক্সের সূচক (Share Market)। গতকালের তুলনায় সূচক কমে ১.৬১ শতাংশ। এর জেরে ৭.৬৮ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। ৩০০ পয়েন্ট পতন হয়েছে নিফটিতেও। গত ৫ দিন ধরে টানা লোকসানের শিকার হয়েছে ভারতের শেয়ার মার্কেট।
আরও পড়ুন- দেশে প্রথম, রেশনের চালের পুষ্টিগুণ বজায় রাখতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি বাংলার সরকারের
আজ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কেফিন টেক (১১৯.০৫ টাকা বা ১০.৩২%), এইচবিএল ইঞ্জিনিয়ারিং (৪৬.৮০ টাকা বা ৮.৮৫%), এলিকন ইঞ্জিনিয়ারিং (৪৩.০৫ টাকা বা ৮.৪৯%), গডফ্রে ফিলিপস (৪৫৫ টাকা বা ৮.১৫%), উনো মিন্ডা লিমিটেড (৮৬.৬ টাকা বা ৮.০৭ %)।