আন্তর্জাতিক

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমদানি পণ্যে শুল্ক বাড়বে, ভারতকে হুমকি ট্রাম্পের

প্রতিবেদন: নানা দেশকে প্রতিদিন নিত্যনতুন হুমকি দেওয়ার রেকর্ড গড়ছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ‘খুব উল্লেখযোগ্যভাবে’ বাড়াতে পারেন। ভারতের রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার ক্ষোভে তাঁর এই সিদ্ধান্ত। সোমবারই তিনি ‘ট্রুথ সোশ্যাল’-এ ভারতের ওপর ধাপে ধাপে শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। এদিন ট্রাম্প বলেছেন, তাদের (ভারতের) শুল্ক হার সবার চেয়ে বেশি…আমরা ২৫% স্থির হয়েছিলাম, কিন্তু আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাকে এই হার খুব উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। কারণ তারা রাশিয়ার তেল কিনছে, তারা ইউক্রেনে যুদ্ধের যন্ত্রকে জ্বালানি জোগাচ্ছে এবং তারা যদি এমনটা করতে থাকে, আমি কিন্তু খুশি হব না।

আরও পড়ুন-বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা

ট্রাম্প আরও বলেন, আমেরিকার পণ্যের ওপর ভারতের উচ্চ শুল্কের হার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের একটি মূল বাধা হয়ে রয়েছে। তবে তিনি ভারতীয় আমদানির ওপর ঠিক কতটা শুল্ক চাপাতে চান, তা নির্দিষ্ট করে জানাননি। ১ অগাস্টের সময়সীমার আগেই ট্রাম্প বলেছিলেন যে, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার জন্য তিনি ভারতের ওপর ২৫% শুল্ক এবং একটি অনির্দিষ্ট ‘জরিমানা’ চাপাবেন। রাশিয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, জ্বালানির দাম কমলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবেন। যদি জ্বালানির দাম যথেষ্ট কমে যায়, তাহলে পুতিন মানুষ হত্যা করা বন্ধ করবেন। যদি প্রতি ব্যারেল জ্বালানির দাম আরও ১০ ডলার কমে যায়, তাহলে তাঁর কাছে আর কোনও বিকল্প থাকবে না, কারণ রুশ অর্থনীতি বিপর্যস্ত। এদিকে এর জবাবে ভারত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে বলেছে, তারা ভারতীয় শোধনাগারগুলিকে তাদের অপরিশোধিত তেল রফতানির জন্য নিশানা করছে। ভারতের বিদেশমন্ত্রক জানায়, ভারতের তেল আমদানি আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির দ্বারা বাধ্য হয়ে করা একটি প্রয়োজনীয়তা। অথচ যারা এর সমালোচনা করছে, তারা নিজেরাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। যদিও এমন বাণিজ্য তাদের জন্য অত্যাবশ্যকও নয়।

আরও পড়ুন-যোগীরাজ্যের তীব্র সমালোচনায় সুপ্রিম কোর্ট

সিএনবিসি স্কোয়াক বক্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভারত সম্পর্কে মানুষ যা বলতে পছন্দ করে না, তা হল তারা সর্বোচ্চ শুল্কের দেশ। তাদের শুল্ক সবার চেয়ে বেশি। আমরা ভারতের সঙ্গে খুব সামান্যই ব্যবসা করি, কারণ তাদের শুল্ক এত বেশি। তিনি আরও যোগ করেন, ভারত ভাল বাণিজ্যিক অংশীদার নয়, কারণ তারা আমাদের সাথে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সাথে তেমন ব্যবসা করি না। তাই আমরা ২৫% (শুল্ক) স্থির করেছিলাম, কিন্তু আমি মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি এটি খুব উল্লেখযোগ্যভাবে বাড়াতে যাচ্ছি, কারণ তারা রাশিয়ার তেল কিনছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

21 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

45 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

49 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

58 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago