প্রতিবেদন : অদ্ভুত ফতোয়া ট্রাম্প প্রশাসনের। শুধু এইচ ওয়ান ভিসা বা গ্রিন কার্ড থাকলেই চলবে না, আমেরিকায় থাকতে হলে অভিবাসীদের ২৪ ঘণ্টা সঙ্গে রাখতে হবে অভিবাসনের প্রমাণ। যে কোনও মুহূর্তে অভিবাসীদের কাছে মার্কিন প্রশাসন দেখতে চাইতে পারে প্রমাণপত্র। দেখাতে না পারলেই কড়া আইনগত ব্যবস্থা। শুধু তাই নয়, যে বিদেশি নাগরিকরা ৩০ দিনের বেশি আমেরিকায় রয়েছেন, তাঁদের নাম নথিভুক্ত করতে হবে সরকারের খাতায়। না হলেই জেল অথবা জরিমানা, এমনকী হতে পারে দুটোই। এক্স-হ্যান্ডেলে হোমল্যান্ড নিরাপত্তা বিভাগের হুঁশিয়ারি, এই নিয়ম না মানলেই বের করে দেওয়া হতে পারে আমেরিকা থেকে। চিরতরে বন্ধ হয়ে যেতে পারে ফেরার পথ।
আরও পড়ুন-বেলজিয়ামে গ্রেফতার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোক্সী
এখানেই শেষ নয়, অভিবাসীদের সন্তানের বয়স ১৪ পার হলেই জন্মদিনের ৩০ দিনের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে সরকারি দফতরে। অনুপ্রবেশ বন্ধের নামে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে দুশ্চিন্তার ছায়া পড়েছে সেদেশে বৈধভাবে বসবাসকারী ভারতীয়দের মধ্যেও।