ওয়াশিংটন, ৮ মার্চ : আগামী ফিফা বিশ্বকাপের আয়োজনের দায়িত্বে আমেরিকা। সঙ্গে রয়েছে মেক্সিকো ও কানাডাও। আর সেই আয়োজনে যাতে কোনও ত্রুটি না থাকে, তার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যার প্রধান স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টের যাবতীয় নিরাপত্তা এবং আয়োজনের যাবতীয় খুঁটিনাটি দেখভাল করবে এই টাস্ক ফোর্স। হোয়াইট হাউস থেকে এই কথা ঘোষণা করেছেন ট্রাম্প নিজেই। সেই সময় মার্কিন প্রেসিডেন্টের পাশে ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিওভান্নি ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্টের বক্তব্য, ‘‘এই টাস্ক ফোর্সের কাজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রতিটি ফুটবলপ্রেমী যাতে নিরাপদে খেলা উপভোগ করতে পারেন, সেটা নিশ্চিত করা।’’
আরও পড়ুন-লজ্জার হারে লিগ শেষ ইস্টবেঙ্গলের
এদিকে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই মেক্সিকো ও কানাডার উপর বাড়তি শুল্ক চাপিয়েছেন। যা নিয়ে এই দুই দেশের সঙ্গে উত্তেজনা চরমে। ট্রাম্প যদিও এই বিষকে পাত্তা দিতে রাজি নন। বরং তাঁর বক্তব্য, ‘‘উত্তেজনা ভাল জিনিস। এতে বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়বে।’’ ২০৩০ বিশ্বকাপে মোট ৪৮টি দেশ অংশগ্রহণ করবে। তিন দেশ মিলিয়ে মোট ১০৮টি ম্যাচের ৭৮টিই হবে আমেরিকাতে। কানাডা ও মেক্সিকোয় হবে ১৩টি করে ম্যাচ। ১৯ জুলাই ফাইনাল হওয়ার কথা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।