জঙ্গি রুখতে পাকিস্তানিদের ভিসা বন্ধ করতে চান ট্রাম্প

এবার একসঙ্গে সাত দেশের ভিসা বন্ধের পথে হাঁটছে আমেরিকা। সেই তালিকায় উল্লেখযোগ্য নাম পাকিস্তানের। দাবি মার্কিন কংগ্রেসের।

Must read

প্রতিবেদন: এবার একসঙ্গে সাত দেশের ভিসা বন্ধের পথে হাঁটছে আমেরিকা। সেই তালিকায় উল্লেখযোগ্য নাম পাকিস্তানের। দাবি মার্কিন কংগ্রেসের। এর ফলে আন্তর্জাতিক মঞ্চে চরম বেইজ্জত হতে চলেছে শাহবাজ সরকার। সেইসঙ্গে বিপাকে পড়তে চলেছে ভিসার অপেক্ষায় থাকা ২০ হাজার পাকিস্তানি। শর্তসাপেক্ষে নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা, পাকিস্তানকে ভ্রমণের ভিসা দিতেও এবার কড়া নীতি নিতে চলেছে আমেরিকা।

আরও পড়ুন-বিস্ফোরণ, ব্যর্থ মাস্কের স্টারশিপ

জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই এনিয়ে বড় ঘোষণা হতে পারে। বন্ধ হতে চলেছে ইসলাম অধ্যুষিত রাষ্ট্রগুলি থেকে ভ্রমণকারীদের আমেরিকায় ঢোকা বন্ধের নির্দেশ। এর মধ্যে অন্যতম নাম আফগানিস্তান ও পাকিস্তান। অথচ সম্প্রতি মার্কিন কংগ্রেসের ভাষণে পাকিস্তান প্রসঙ্গে এক কুখ্যাত জঙ্গিকে ধরার জন্য সহায়তা করার উল্লেখ করে প্রশংসা করেছিলেন ট্রাম্প। তিনি দাবি করেছিলেন, আফগানিস্তানের বিস্ফোরণে যুক্ত কুখ্যাত আততায়ীকে ধরতে বিশেষ সাহায্য করেছিল পাকিস্তান। কিন্তু এবার জঙ্গি সমস্যা থেকে আমেরিকাকে বাঁচাতে ২০১৮ সালের মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকর করতে চলেছে আমেরিকা। এর আগে মুসলিম অধ্যুষিত সাতটি দেশ থেকে ভ্রমণকারীদের ভিসা দেওয়া বন্ধ ছিল। ২০২১ সালে জো বাইডেনের শাসনকালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে আফগানিস্তান ও পাকিস্তান থেকে ধর্মীয় ও তালিবানি উৎপীড়নের কারণে বহু মানুষ অস্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন জানায় আমেরিকার কাছে। আফগানিস্তানের একটা বিরাট সংখ্যায় মানুষ ইতিমধ্যেই সেই প্রক্রিয়ায় নাগরিকত্ব পেয়ে গিয়েছে। এবার তাদের সেই স্পেশাল ইমিগ্রেশন ভিসা তুলে নেওয়ার পথে হাঁটতে চলেছে ট্রাম্প প্রশাসন।

Latest article