প্রতিবেদন : মার্কিন যুক্তরাষ্টের মসনদে ফের ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই বুধবার নিশ্চিত হয়ে যায় রিপাবলিকান প্রার্থীর (Donald Trump) জয়। পাঁচ প্রদেশের ভোটগণনা বাকি থাকতেই জাদুসংখ্যা পেরিয়ে যান তিনি। উইসকনসিন প্রদেশের ফলপ্রকাশের পরই কার্যত নিশ্চিত হয়ে যায় ট্রাম্পের জয়। ম্যাজিক ফিগার ২৭০ ছুঁয়ে ফেলাটা এখন শুধুই সময়ের অপেক্ষা। উল্টোদিকে অনেক আশা জাগিয়েও ধরাশায়ী হলেন ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিস। এই জয়ের ফলে এক অনন্য নজির গড়লেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ১৩২ বছরের ইতিহাসে তিনিই হলেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি এই পদে দ্বিতীয় মেয়াদে ফিরলেন। এর আগে যাঁরাই দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েছেন সবাই টানা দুটি মেয়াদ সম্পূর্ণ করেছিলেন। কিন্তু ট্রাম্পের মতো প্রেসিডেন্ট হিসেবে একটি নির্বাচনে হেরে গিয়েও ফিরে আসার রেকর্ড খালি ট্রাম্পের। এর আগে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি। কিন্তু ’২০-এর নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান। তারপর চার বছরের ব্যবধানে ফিরে এসে ফের বাজিমাত করলেন ট্রাম্প। এবারের নির্বাচনে প্রতিপক্ষ কমলা হ্যারিসকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ছিলেন ট্রাম্প। শেষ পর্যন্ত যাবতীয় জল্পনা উড়িয়ে তিনিই ফের আরও একবার হোয়াইট হাউসে ঢোকার টিকিট কনফার্ম করে ফেললেন। দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ঢোকার আগে বুধবার বিজয়ী ভাষণে ট্রাম্প বলেন, আমরা দেশের সব সীমান্ত বন্ধ করব। অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা হবে। সবাইকে ভুল প্রমাণ করে আমরা জয়ী হতে চলেছি। আমেরিকার জনগণ শক্তিশালী রায় দিয়েছে।
আরও পড়ুন- ট্রাম্পের জয়ের ইঙ্গিতের পরই চড়ছে ভারতের শেয়ার বাজার!