প্রতিবেদন: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে যুদ্ধবিরতি নিয়ে প্রাথমিক কথা বলেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আলোচনার সূত্রে পরবর্তী ধাপে সৌদি আরবের রিয়াধে ওয়াশিংটন ও মস্কোর বিদেশমন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। পরপর এই দুটি ঘটনাতেই আমেরিকার ভোলবদলে ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দেশকে বাদ দিয়ে রিয়াধে আলোচনা শুরু হওয়ায় বুধবারের ঘোষিত সৌদি সফর বাতিল করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ট্রাম্পের হঠাৎ রুশ-প্রীতিতে দোটানায় পড়েছে ইউরোপের দেশগুলিও। এই আবহে এবার বাকযুদ্ধ শুরু হল ট্রাম্প-জেলেনস্কির।
আরও পড়ুন-জালিয়াতির মামলায় দু’বছরের জেল হল মহারাষ্ট্রের কৃষিমন্ত্রীর
সৌদি আরবে আমেরিকা-রাশিয়ার বৈঠকের পর ট্রাম্পকে নিশানা করে জেলেনস্কি বলেছেন, উনি এখন রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যের মধ্যে বাস করছেন। এর পাল্টা জেলেনস্কিকে তোপ দেগেছেন ট্রাম্প। সমাজমাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্টকে নিশানা করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, তিনি নির্বাচন করাতে চাননি। তিনি একটা কাজেই ভাল ছিলেন। তা হল, বাইডেনকে বেহালার মতো বাজিয়ে যাওয়া। নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকা একনায়ক হলেন জেলেনস্কি। তাঁর সরে যাওয়া ভাল। না হলে তাঁর যাওয়ার মতো কোনও দেশ থাকবে না। প্রসঙ্গত, ২০১৯ সালে ভোটে জিতে ক্ষমতায় এসেছিলেন জেলেনস্কি। ২০২৪ সালে তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হলেও রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলার জন্য সে দেশে সামরিক আইন কার্যকর করা হয়েছে। ফলে ইউক্রেনে নির্বাচন হয়নি। সেদিকে ইঙ্গিত করেই কটাক্ষ করেছেন ট্রাম্প।