ট্রাম্পের নয়া আইন, আমেরিকার বহু মানুষ হারাবেন স্বাস্থ্যবিমার সুযোগ

অভিবাসীদের সরানোর ব্যাপারে যে অভিযান শুরু করেছিলেন ট্রাম্প, এই আইন সেই পথ আরও মসৃণ করবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

Must read

প্রতিবেদন : ট্রাম্পের একগুঁয়ে মনোভাব এবং খামখেয়ালিপনায় স্বাস্থ্যবিমার সুযোগ হারাতে পারেন মার্কিন মুলুকের বহু মানুষ। কারণ, নাগরিকদের স্বাস্থ্যবিমা খাতে যে খরচ করে সরকার, তা কাটছাঁট করার প্রস্তুতি চলছে। আগেই পাশ হয়েছিল উচ্চকক্ষে, আমেরিকার সেই বহু আলোচিত এবং বিতর্কিত বিল বৃহস্পতিবার মার্কিন আইনসভার নিম্নকক্ষেও পাশ হওয়ার পরে শুক্রবার তাতে স্বাক্ষর করে আইনে পরিণত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি খরচে ব্যাপক কাটছাঁট। এর ফলে বড় কোপ এসে পড়ল নাগরিকদের স্বাস্থ্যবিমায়।

আরও পড়ুন-টেক্সাসে হড়পা বান, ভাসিয়ে নিয়ে গেল সামার ক্যাম্পের অন্তত ২০ জন ছাত্রীকে

স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ। কারণ, মার্কিন মুলুকে চিকিৎসার খরচ যেভাবে দিনেদিনে বেড়ে চলেছে, তাতে স্বাস্থ্যবিমার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ফলে এই জায়গায় সরকারি খরচে কাটছাঁট হলে চিকিৎসার সুযোগই হারাবেন মানুষ। মার্কিন প্রেসিডেন্ট এটিকে বৃহত্তম করছাড় এবং খরচ কাটছাঁটের আইন বলে দাবি করলেও, প্রশ্ন উঠেছে সীমান্ত সুরক্ষায় যখন বৃহত্তম বিনিয়োগ হতে চলেছে, তখন বহু মানুষ স্বাস্থ্যবিমার সুযোগ হারাবেন কেন? কোন যুক্তিতে এই বিলকে বড় এবং সুন্দর বিল বলে ব্যাখ্যা করছেন মার্কিন প্রেসিডেন্ট? লক্ষণীয়, এই বিলের তীব্র বিরোধিতা করেছিলেন ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এই বিলকে কেন্দ্র করেই দ্রুত দূরত্ব বেড়ে যায় ট্রাম্প এবং মাস্কের মধ্যে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই আইন কার্যকর হলে ঋণের পরিমাণ বাড়বে আমেরিকার। ধাক্কা খাবে জনকল্যাণ প্রকল্প। এই আইনে রীতিমতো শঙ্কিত মার্কিন মুলুকের অভিবাসীরা। অভিবাসীদের সরানোর ব্যাপারে যে অভিযান শুরু করেছিলেন ট্রাম্প, এই আইন সেই পথ আরও মসৃণ করবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

Latest article