‘বন্ধু’ ট্রাম্প প্লেনে চাপিয়ে ফেরাল মোদির নাগরিকদের

Must read

প্রতিবেদন : মোদির বন্ধুত্বে জল ঢেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে ২০৫ জন অবৈধ ভারতীয় (205 Indian) অভিবাসীকে শেষে দেশে ফেরানো হচ্ছে। মার্কিন সামরিক বিমানে করে তাঁদের ভারতে ফেরত পাঠানো হচ্ছে। ইতিমধ্যে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে প্লেনটি। ২০৫ ভারতীয়ের নাগরিকত্ব যাচাই করে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছাড়া হয়েছে। দিল্লিতে মার্কিন দূতাবাসের মুখপাত্র এই মর্মে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সীমান্ত জোরদার করতে অভিবাসন আইন কঠোর করছে। সেই কারণেই অবৈধ অভিবাসীদের ফেরানো হচ্ছে।
সি-১৭ মার্কিন সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় (205 Indian) অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে তারা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই অবৈধ ভারতীয় অভিবাসীদের মার্কিন সামরিক বিমানে করে দেশে পাঠানো হচ্ছে। গত বছর বিশেষ বিমানের মাধ্যমে প্রায় ১,১০০ অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়েছিল। ইতিমধ্যে মার্কিন সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসে রেখে আসা হয়েছে। পেন্টাগন এখন টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে আটক ৫,০০০ অভিবাসীকে ফেরত পাঠানোর জন্য বিমানের ব্যবস্থা করা শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। তার আগে বন্ধুত্ব শিকেয় তুলে ভারতীয় অভিবাসীদের দেশে ফিরিয়ে দিল আমেরিকা। যুক্তরাষ্ট্র-সহ অন্য দেশে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের বৈধ প্রত্যাবর্তনের ব্যাপারে নয়াদিল্লির আপত্তি নেই বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-আতঙ্কের মহাকুম্ভ: এবার ঝলসে গেল ৬, আহত অনেক

Latest article