প্রতিবেদন: হাইকোর্টের নির্দেশে অর্জুন চৌরাশিয়ার মৃত্যুর তদন্তে সিট গঠিত হয়েছে। তাই সিটের সঙ্গে তদন্তে পূর্ণ সহযোগিতা করবো আমরা। বুধবার সকালে চিৎপুর থানা থেকে বেরিয়ে এমনই মন্তব্য করলেন কাশীপুরের মৃত বিজেপি যুব নেতা অর্জুন চৌরাশিয়ার দাদা আনন্দ চৌরাশিয়া। এদিন সকালে অর্জুনের দাদা আনন্দ চৌরাশিয়াকে চিৎপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেন সিটের তদন্তকারীরা। তিনি প্রায় সাড়ে চার ঘন্টা থানায় ছিলেন। পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুধবার সকালে আনন্দকে নোটিস পাঠিয়ে চিৎপুর থানায় ডেকে পাঠান সিটের সদস্যরা।
আরও পড়ুন-হস্তক্ষেপ করুন জুট কমিশনার
জিজ্ঞাসাবাদের শেষে তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন আনন্দ চৌরাশিয়া। তবে সিটের জেরা নিয়ে বিস্তারিত ভাবে কিছু জানাতে চাননি। তিনি বলেন, তদন্তকারীরা তাঁর কাছে অর্জুনের ই-মেল আইডি এবং তার পাশওয়ার্ড জানতে চান। কিন্তু তিনি কিছুই জানেন না বলেই দাবি করেন। একই সঙ্গে এদিন তিনি বলেন, যদি সত্যিই অর্জুন আত্মহত্যা করে থাকেন, তাহলে সেটাই বা কেন করলেন তার তদন্তও হওয়া উচিত। জেরার জন্য তাঁকে আগেই নোটিস পাঠিয়েছিল সিট। সিটের পাশাপাশি অর্জুনের রহস্যমৃত্যুর তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা। আনন্দকে জেরার পর মৃত অর্জুনের কাশীপুরের বাড়িতেও যান সিটের সদস্যরা। সেখানে গিয়ে তাঁরা অর্জুনের মায়ের সঙ্গে কথা বলেন।