ধামাচাপার চেষ্টা! রাজস্থানে বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ ২৫ পড়ুয়া

এরপরই জেলাশাসক স্কুলের সব পড়ুয়া ও সুলতানপুরের গ্রামবাসীদের শারীরিক পরীক্ষার নির্দেশ দেন। সেই সঙ্গে গোটা ঘটনার তদন্তের আশ্বাসও দেন।

Must read

প্রতিবেদন: রাজস্থানের কোটায় সার কারখানার গ্যাস লিক মনে করিয়ে দিল মধ্যপ্রদেশের ভোপাল-গ্যাস দুর্ঘটনাকে। কারখানা কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার আগেই স্থানীয় স্কুলের প্রায় ২৫ পড়ুয়া সেই গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সংজ্ঞাহীন অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ছটি মেডিক্যাল টিম গঠন করে স্থানীয় গ্রামবাসীদের শারীরিক পরীক্ষা শুরু করা হয়েছে।

আরও পড়ুন-প্রতুলদা চিরজীবী হয়ে থাকবেন : ব্রাত্য

কোটা জেলার সুলতানপুর গ্রাম লাগোয়া চম্বল ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড-এর কারখানায় শনিবার গ্যাস বেরোনো শুরু হয়, যা কারখানা কর্তৃপক্ষ প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। স্থানীয় কোটা-বরং হাইওয়ের ধারে গাড়েপন গ্রামীণ স্কুলের পড়ুয়ারা সেই সময় কুয়ো থেকে জল নিতে কারখানার পাশের জমিতে গিয়েছিল। তারা অসুস্থ বোধ করায় দ্রুত স্কুলে ফিরে আসে। পড়ুয়াদের মধ্যে অনেকে প্রবল ঘুম ও শ্বাসকষ্ট অনুভব করে। বেশ কিছু পড়ুয়া সেখানেই অজ্ঞান হয়ে যায়। বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় সার কারখানা থেকে গ্যাসলিকের বিষয়টি নজরে আসে। কোটার জেলাশাসক রবীন্দ্র গোস্বামী ও পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন। জানা যায়, রুটিন পরীক্ষা চালানোর সময় গ্যাস লিক হয় কোনওভাবে। এরপরই জেলাশাসক স্কুলের সব পড়ুয়া ও সুলতানপুরের গ্রামবাসীদের শারীরিক পরীক্ষার নির্দেশ দেন। সেই সঙ্গে গোটা ঘটনার তদন্তের আশ্বাসও দেন।

Latest article