প্রতিবেদন : মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই হু হু করে পড়েছে গৌতম আদানির বিভিন্ন সংস্থার শেয়ার দর। ধনপতিদের তালিকাতেও ক্রমশ পিছনের সারিতে চলে গিয়েছেন আদানি। এবার বোধহয় দেশের মানুষও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত আদানি গোষ্ঠীর দিক থেকে মুখ ফেরাতে শুরু করল। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের একটি সিদ্ধান্ত ঘিরে এই জল্পনা শুরু হয়েছে। সোমবার রাজ্য সরকার পরিচালিত একটি বিদ্যুৎ বণ্টন সংস্থা আদানি গোষ্ঠীকে দেওয়া ৫৪০০ কোটি টাকার বরাত বাতিল করে দিয়েছে। উত্তরপ্রদেশে বিদ্যুৎ বণ্টনের চারটি সংস্থা আছে। যার মধ্যে মধ্যাঞ্চল বিদ্যুৎ বণ্টন সংস্থা আদানিদের একটি সংস্থাকে কয়েক লাখ স্মার্ট মিটার সরবরাহ করার বরাত দিয়েছিল। সব মিলিয়ে মিটার কিনতে বরাতের পরিমাণ ছিল ২৫ হাজার কোটি টাকা। কিন্তু শেষ পর্যন্ত এই বিপুল টাকার বরাত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যাঞ্চল বিদ্যুৎ বণ্টন সংস্থা।
আরও পড়ুন-আদানি বাঁচাও অভিযান শুরু আরএসএস-এর
যদিও টেন্ডারে আদানিদের দেওয়া রেট ছিল সর্বনিম্ন। তবুও শেষ মুহূর্তে তাদের বরাত বাতিল করা হয়েছে। সূত্রের খবর, আদানিরা মিটার পিছু চার হাজার টাকা বেশি নিচ্ছিল বলে জানা গিয়েছে। তারা প্রতি মিটারের দাম দিয়েছিল ১০ হাজার টাকা। সোমবার বিকালেই মধ্যাঞ্চল বিদ্যুৎ সরবরাহ নিগম আদানি গোষ্ঠীকে দেওয়া তাদের বরাত বাতিল করে দেয়। ঘটনার জেরে প্রশ্ন উঠেছে, আদানিরা বিতর্কে জডিয়েছে বলেই কি উত্তরপ্রদেশের বিজেপি সরকার এই সিদ্ধান্ত নিল? কারণ দামের এই বিপুল তফাতের বিষয়টি শেষ মুহূর্তে জানা গিয়েছে তা কখনওই নয়। সরকার টেন্ডার ডাকার সময়ই সংশ্লিষ্ট পণ্যের বাজার মূল্য যাচাই করে নেয়।