প্রহসনের চেষ্টা? ত্রিপুরায় সরব তৃণমূল

এর পাশাপাশি আসন্ন উপনির্বাচনকে বিজেপি ও নির্বাচন কমিশন প্রহসনে পরিণত করতে চাইছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করল।

Must read

প্রতিবেদন : ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তোলা দুর্নীতির অভিযোগ মেনে নিতে বাধ্য হল বিজেপি। গেরুয়া শিবিরের সাম্প্রতিক দুই সিদ্ধান্তেই তা স্পষ্ট। দুর্নীতি আর সার্বিক ব্যর্থতার অভিযোগে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর এবার ত্রিপুরার আসন্ন বিধানসভা উপনির্বাচনের প্রচারের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বিপ্লব দেবকে। এ ঘটনার পর প্রদেশ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লবকে কেন সরানো হল প্রকাশ্যে তার জবাব দিতে হবে বিজেপিকে। যদি তারা জবাব না দেয় তাহলে বুঝতে হবে এতদিন এক অযোগ্য মুখ্যমন্ত্রীর হাতে রাজ্যের শাসন ক্ষমতা দিয়ে জেনেবুঝে ত্রিপুরার বড় ক্ষতি করেছে বিজেপি। সে কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-স্কুলের পর এবার হাসপাতাল, আমেরিকায় ফের হামলা বন্দুকবাজের, নিহত চার

এর পাশাপাশি আসন্ন উপনির্বাচনকে বিজেপি ও নির্বাচন কমিশন প্রহসনে পরিণত করতে চাইছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করল। ত্রিপুরা তৃণমূলের সভাপতি সুবল ভৌমিক বলেন, বিজেপি ও নির্বাচন কমিশন উপনির্বাচনকে অবাধ করতে চায় না। চিফ ইলেক্টোরাল অফিসার এক কথা বলছেন। অন্য কথা বলছেন রিটার্নিং অফিসার। তাহলে আমরা কার কথা মেনে চলব? নির্বাচনী রীতিনীতি মেনে চলার ধার ধারে না বিজেপি। তাদের মদত দিচ্ছ কমিশন। পুরভোটের পুনরাবৃত্তি হলে আমরা রাস্তায় নামব।

Latest article