হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন শিবজ্ঞানম

Must read

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম (TS Sivagnanam)। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোস বিচারপতি টি এস শিবজ্ঞানমকে শপথ বাক্য পাঠ করান। এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও যোগ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আসিট্যান্ট সলিসিটর জেনারেল ও বার অ্যাস্যোসিয়েশনের সদস্যরা।

আরও পড়ুন-কৃষকবন্ধু কার্ড-স্বাস্থ্যসাথী কার্ডের সমস্যা মিটিয়ে দিলেন সাংসদ

বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন বিচারপতি শিবজ্ঞানম (TS Sivagnanam)। চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বি.এসসি করেন তিনি। পরে মাদ্রাজ ল’ কলেজ থেকে বি.এল উত্তীর্ণ হন। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অব তামিলনাড়ুতে সদস্য হন তিনি। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ হিসেবে নিযুক্ত হন। পরে ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে আসেন। স্টারলাইট প্লান্ট, চিদম্বরমের আয়কর সংক্রান্ত মামলা সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বিচারপতির ভূমিকায় ছিলে তিনি।

 

Latest article