প্রতিবেদনঃ মনিকা বাত্রার বিস্ফোরক অভিযোগে তোলপাড় ভারতীয় টেবল টেনিস মহল। জাতীয় দলের কোচের বিরুদ্ধে দেশের সেরা টিটি তারকার আনা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নড়েচড়ে বসল ফেডারেশন। সর্বভারতীয় টেবল টেনিস সংস্থা কোচ সৌম্যদীপ রায়ের কাছে জবাব চাইল। দিল্লি থেকে ফোনে টিটিএফআই-এর সচিব অরুণ বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘মনিকার অভিযোগের ভিত্তিতে আমরা সৌম্যদীপের বক্তব্য জানতে চেয়েছি। সাত দিন সময় দেওয়া হয়েছে। সৌম্যদীপের সঙ্গে আমার কথা হয়েছে। ও বলেছে, আগামী সপ্তাহে যাবতীয় অভিযোগের উত্তর দেবে।’’ বাংলার প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়নের ফোন এদিনও বন্ধ। কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন- ৯/১১: নথি প্রকাশের নির্দেশ বাইডেনের
মনিকা-সৌম্যদীপ বিতর্কে ফেডারেশন নিরপক্ষ ও সতর্ক থাকতে চাইছে। টিটিএফআই সচিব মনিকার অভিযোগকে গুরুত্ব দিতে না চাইলেও নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ে সত্য উদঘাটিত করতে চাইছেন। বললেন, ‘‘আমরা তদন্ত কমিটি অবশ্যই গড়ব। তবে সৌম্যদীপের বিরুদ্ধে মনিকার আনা এই ম্যাচ গড়াপেটা অভিযোগের কোনও ভিত্তি নেই বলেই আমাদের মনে হচ্ছে। প্রথমত, মনিকা এখন কেন এই অভিযোগ আনল? আগে অলিম্পিকের সময় কেন কিছু বলল না? টোকিওতে সিঙ্গলসে সৌম্যদীপকে ওর প্রয়োজন হল না, অথচ ও মিক্সড ডাবলসে কোচকে বেঞ্চে বসাল। দ্বিতীয়ত, মনিকা র্যা ঙ্কিং প্লেয়ার হিসাবে অলিম্পিকে অংশ নিয়েছে। আর সুতীর্থা দক্ষিণ এশীয় কোটায়। এর সঙ্গে ম্যাচ ফিক্সিংয়ের কোনও সম্পর্ক নেই। তবে ওর কাছে যখন প্রমাণ আছে বলছে, তাই আমরা তদন্ত করে দেখতে চাই, কে ঠিক আর কে ভুল।’’