একবার ডাকলেই পাবেন। তিনিই মুশকিল আসান। ‘এক ডাকে অভিষেক’-এ (Ek Daake Abhishek) ফোন করেই কৃষকের ঘরে আলো ফিরল। কোচবিহারের তুফানগঞ্জের ধলপল-২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি।
দীর্ঘদিন ধরেই ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন পেশায় কৃষক জগবন্ধুর স্ত্রী শিপ্রা দাস। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছে গিয়েছেন কৃষক। বিদ্যুতের বিলও মেটাতে তিনি অপারগ। এর জেরে দফতর থেকে কর্মীরা গিয়ে জগবন্ধুর বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেন। চিন্তিত কৃষক বিপাকে পড়ে ‘এক ডাকে অভিষেক’-এ (Ek Daake Abhishek) ফোন করেন তিনি। আর সত্যি আবারও মিরাকেল হল। রাতারাতি বাড়িতে দেওয়া হল বিদ্যুৎ সংযোগ। কৃষককে জানানো হল তাঁর বকেয়া বিদ্যুতের বিলও মিটিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- “দাঁতভাঙা জবাব দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান”, সরব হাসিনা
জগবন্ধু জানান, স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে হাতে একেবারে টাকা না থাকায় তিনি বকেয়া বিদ্যুতের বিল মেটাতে পারেননি। তাঁর ৩০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। কোনও দিক খুঁজে না পেয়ে ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করেন তিনি। সমস্যার সমাধান হয়।
চলতি বছরের শুরুর দিকে মারা গিয়েছেন জগবন্ধুর স্ত্রী। তবে তাঁর বাড়িতে বিদ্যুৎ সংযোগ ফিয়ে আসায় খুশি কৃষক। তাঁর বাড়িতে গিয়ে দেখাও করেন তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ১ ব্লকের সভাপতি সিদ্ধার্থ মণ্ডল। দুঃস্থ পরিবারের পাশে আছে তৃণমূল, বলে বার্তাও তিনি।