মানস দাস, মালদহ : এক কাপ চা হাতে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। গল্পের মধ্যে দিয়ে করুন জনসংযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা–কর্মীসহ (Trinamool Congress) আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। দলনেত্রীর নির্দেশ মেনে পুরসভা নির্বাচনের প্রচারেও দেখা গেল এমন নিবিড় জনসংযোগ। রবিবার ইংরেজবাজারের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীরা এলাকার প্রতিটি বাড়িতে হাজির হলেন। কথা বললেন। জানতে চাইলেন প্রত্যেকের সুবিধা–অসুবিধার কথা। ইংরেজবাজার ৫ নং ওয়ার্ডের প্রার্থী চা খেতে খেতে গল্প করে সেরে ফেললেন প্রচার। করলেন জনসংযোগ। ইংরেজবাজারের ২৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থী শুভদীপ সান্যাল বুড়াবুড়িতলা এলাকায় মিছিল করেন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। ৪ নং ওয়ার্ডের প্রার্থী অশোক সাহা (মনু) সিঙ্গাতলা এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারেন। ২ নং ওয়ার্ডের হেভিওয়েট প্রার্থী সুমালা আগরওয়ালা মহিলাদের নিয়ে সভা করেন। তিনিও বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন। ২২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী দুলাল সরকার (বাবলা) গয়েশপুর এলাকায় পথসভা করে প্রচার চালালেন। ২৩ নং ওয়ার্ডের প্রার্থী সুজিত সাহা দলীয় কর্মী–সমর্থকদের নিয়ে সুভাষপল্লি এলাকায় বাড়ি বাড়ি প্রচার প্রচারের পাশাপাশি মহিলাদের নিয়ে একটি ঘরোয়া সভাও করেন। ১৭ নং ওয়ার্ডের প্রার্থী শুভময় বসু বিবিগ্রাম, রায়পাড়া এলাকায় প্রচার করেন। ৫ নং ওয়ার্ডের প্রার্থী সুমিতা বন্দোপাধ্যায় দলীয় কর্মী–সমর্থকদের নিয়ে কে জে সান্যাল রোড এলাকায় প্রচার করেন। সাধারণ মানুষও প্রার্থীদের এই আন্তরিক ব্যবহারে মুগ্ধ। তাঁরা আগাম শুভেচ্ছা জানিয়েও রাখলেন। অনেকে প্রার্থীকে চা খাবার আমন্ত্রণও জানালেন।