প্রতিবেদন: তুরস্কের (Turkish Firm Celebi) বিমানবন্দর ব্যবস্থাপনা সংস্থা সেলেবির আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে ভারত-পাক সংঘাতের আবহে এদেশে পাকিস্তানের বন্ধু দেশ তুরস্কের সংস্থার কাজে রাশ টানার দাবি ওঠে। তার পরিপ্রেক্ষিতে ভারতের ন’টি বিমানবন্দরে কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং বা ব্যবস্থাপনার কাজে যুক্ত তুরস্কের সংস্থা (Turkish Firm Celebi) ‘সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর ‘সুরক্ষা ছাড়পত্র’ বাতিল করে দেয় কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্তকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিল তুরস্কের সংস্থাটি। কিন্তু সোমবার দিল্লি হাইকোর্ট কেন্দ্রের পদক্ষেপের উপর হস্তক্ষেপের আবেদন নাকচ করে দিয়েছে। প্রসঙ্গত, অপারেশন সিঁদুর পরবর্তী সংঘাতপর্বে পাকিস্তানের সামরিক বাহিনীকে সরাসরি ভারতের বিরুদ্ধে সংঘর্ষে মদত দেওয়ার অভিযোগ রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর্দোগান সরকারের বিরুদ্ধে। সেই পরিস্থিতিতে গত মে মাসে সেলেবির সঙ্গে কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত চুক্তি বাতিল করেছিল কেন্দ্র। তারপরেই দিল্লি হাইকোর্টে সেলেবি অভিযোগ আনে যে কোনও নোটিশ ছাড়াই একতরফাভাবে তাদের সঙ্গে চুক্তি বাতিল করেছে নয়াদিল্লি। জাতীয় সুরক্ষার নামে কিছু অস্বচ্ছ যুক্তি সামনে রাখা হয়েছে। যদিও শেষপর্যন্ত তা মান্যতা পেল না দিল্লি হাইকোর্টে।
আরও পড়ুন-এবার ১০% অতিরিক্ত শুল্কের হুঁশিয়ারি