ফের বিস্ফোরক ট্যুইট জিতেন্দ্রর, হৃদকম্প বিজেপির

তাতে যে কোনও কাজই হয়নি ৪৮ ঘণ্টার মধ্যে তার প্রমাণ মিলল। একে তো বারাকপুরের সাংসদকে নিয়ে নাজেহাল বঙ্গের গেরুয়া শিবির।

Must read

প্রতিবেদন : আবার বােমা ফাটালেন আসানসোলের গেরুয়া নেতা জিতেন্দ্র তেওয়ারি। রবিবার এক বিস্ফোরক ট্যুইটে তিনি লিখেছেন ‘বাংলায় জিততে চান? আগে বাংলার মানুষের হৃদয় জিততে শিখুন।’ স্পষ্ট ইঙ্গিত দিল্লির বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি। জিতেন্দ্রর এই তাৎপর্যপূর্ণ ট্যুইটে হৃদকম্প শুরু হয়েছে বিজেপির তথাকথিত স্টলওয়াটদের। প্রশ্ন উঠেছে, অর্জুনের পথ ধরে এবারে কি আত্মোপলব্ধি জিতেন্দ্ররও। বঙ্গ বিজেপির ঘর সামলাতে দু’দিন আগেই নেতা-কর্মীদের ভোকাল টনিক দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন-ডানা মেলবে জেট

তাতে যে কোনও কাজই হয়নি ৪৮ ঘণ্টার মধ্যে তার প্রমাণ মিলল। একে তো বারাকপুরের সাংসদকে নিয়ে নাজেহাল বঙ্গের গেরুয়া শিবির। সেই অর্জুন সিংয়ের পথেই কি এবার হাঁটা শুরু করলেন দলের আর এক নেতা জিতেন্দ্র তিওয়ারি, প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দরে। অমিত শাহর সফরের পরই জিতেন্দ্রর ট্যুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই ট্যুইটের লক্ষ্য কে বা কারা তা অবশ্য খোলসা করেননি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তবে তিনি কিছু না বললেও জিতেন্দ্রর ট্যুইটে যথেষ্ট বেকায়দায় পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি। ক’দিন আগে আরও একটি ট্যুইটে জিতেন্দ্র তিওয়ারি লেখেন, সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়ার কারণেই আসানসোল লোকসভার উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির হারের কারণ অনুসন্ধানে নেমে এমনই উপলব্ধি হয়েছিল তাঁর।

Latest article