একদিকে চলছে সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি, অন্যদিকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। সে কারণে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। সেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই জম্মুতে জোড়া বিস্ফোরণ। শনিবার জম্মুর নারওয়াল এলাকায় পরপর দু’টি বিস্ফোরণ হয়। এর ফলে কমপক্ষে ৯ জন জখম হয়েছেন। বিস্ফোরণের পর গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উপত্যকার নিরাপত্তা ব্যবস্থায় ফাঁকফোকর নিয়েও প্রশ্ন উঠছে।
আরও পড়ুন-জম্মু- কাশ্মীরে খাদে পড়ল বাস, মৃত ৫, জখম ১৬
পুলিশ জানিয়েছে, নারওয়াল শহরের মাঝখানে এদিনের বিস্ফোরণটি ঘটেছে। ওই এলাকায় গাড়ি মেরামতির ও গাড়ির যন্ত্রাংশের প্রচুর দোকান রয়েছে। স্বভাবতই ওই এলাকায় দিনরাত প্রচুর মানুষের আনাগোনা। শনিবার ওই ব্যস্ত এলাকায় আইইডি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরেই গোটা এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। জম্মু পুলিশের অতিরিক্ত ডিজি মুকেশ সিংহ জানিয়েছেন, নারওয়ালের ট্রান্সপোর্ট নগরের ৭ নম্বর ইয়ার্ডে দু’টি গাড়ির মধ্যে বিস্ফোরণ হয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান ফরেনসিক এবং বোমা বিশেষজ্ঞরা। আহতদের উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।