শনিবার রাতে গুরুগ্রামের (Gurugram) সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে। জানা যায়, ১৭ বছরের এক নাবালক বাবার লাইসেন্সড বন্দুক দিয়ে সহপাঠীকে লক্ষ্য করে গুলি চালায়। আহত ওই ছাত্র আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু আশ্চর্যের বিষয় হল যে ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে, সেখান থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, একটি ম্যাগাজ়িন, পাঁচটি কার্তুজ, একটি ফাঁকা শেল, ৬৫টি কার্তুজ-সহ আরও একটি ম্যাগাজ়িন। এবার প্রশ্ন উঠছে কেন এই আগ্নেয়াস্ত্র, গুলি বাড়িতে রাখা হয়েছিল? গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। একাদশ শ্রেণির দুই ছাত্রকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন-SIR আতঙ্কে মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার, SSKM-এ চিকিৎসাধীন
তদন্তকারীরা জানিয়েছে, এক অভিযুক্তের বাবার লাইসেন্সড পিস্তল দিয়ে গুলি চালানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ এর তরফে খবর পুরোনো কোনও ঝামেলার জন্য এই ঘটনা হয়েছে। সদর থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। আক্রান্তের মা এই বিষয়ে জানিয়েছেন তাঁর ছেলেকে ফোন করে ডাকা হয়। প্রথমে ছেলে যেতে না চাইলেও রীতিমত জোর করেই তাঁকে নিয়ে যাওয়া হয়। বন্ধুটি জোর করার পর তার ছেলে খেরকি দৌলা টোল প্লাজার কাছে এক স্কুল বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। প্রায় দুই মাস আগে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। বন্ধুটি তাঁকে সেক্টর ৪৮-এর একটি ভাড়া বাড়িতে নিয়ে যান যেখানে অন্য সহপাঠীর সাথে মিলে হুনের পরিকল্পনা করে গুলি চালানো হয়। আওয়াজ পেয়ে ছুটে আসে সকলে এবং গুলিবিদ্ধ ছাত্রকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম।
হরিয়ানার পুলিশের ডিজি ও.পি. সিং জানিয়েছেন সমস্ত এসপি এবং সিপি-কে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন তাদের এলাকার সকলকেই এই ধরনের বিপদ সম্পর্কে সতর্ক করে এবং যাদের লাইসেন্স করা অস্ত্র আছে তারা যেন সেই অস্ত্র নিরাপদে সংরক্ষণ করে সেই কথাও বলা হবে।

