প্রতিকূল পরিবেশে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে জম্মু ও কাশ্মীরে (Kashmir) মৃত্যু হয়েছে দুই প্যারাট্রুপারের। দুই জওয়ানই এই বাংলার বাসিন্দা। বীরভূম ও মুর্শিদাবাদের শহিদ দুই জওয়ানের পরিবার তাঁদের দেহ ফেরার অপেক্ষায়। এই পরিস্থিতিতে দুই জওয়ানের কৃতিত্বকে সম্মান জানিয়ে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোশ্যাল মিডিয়ায় শহিদদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।
জম্মু ও কাশ্মীরে পাক-হানার পরবর্তীতে অপহৃত সেনা জওয়ানের উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। আবার শহিদ নদিয়ার জওয়ানের অন্তিম সংষ্কারের জন্যও রাজ্যের প্রশাসন সব রকমভাবে পাশে ছিল। এবার দুই শহিদ সেনা জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেলে লেখেন, জম্মু ও কাশ্মীরের (Kashmir) অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় চরম প্রতিকূল আবহাওয়া ও তুষারধসে আমাদের বাংলার দুই সাহসী প্যারা-কমান্ডোর শহিদ হওয়ার ঘটনায় আমি শোকাহত।
আরও পড়ুন- নন্দীগ্রামে তপশিলি-নাবালকের উপর অত্যাচার বিজেপির, তীব্র নিন্দা তৃণমূলের
দুই জওয়ানের প্রতি সম্মান প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশরক্ষায় তাঁদের অসীম বীরত্ব, নিষ্ঠা এবং আত্মত্যাগের জন্য আমার স্যালুট জানাই। সেই সঙ্গে পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে তিনি জানান, তাঁদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার দুই পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে।