প্রতিবেদন : মঙ্গলবার সিকিমের (Sikkim) ছাঙ্গু থেকে নাথু লা যাওয়ার পথে ১৫ মাইল এলাকায় ভয়াবহ তুষার ধসে সাতজনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে দু’জন বাঙালি। দুই বাঙালির একজন শিলিগুড়ি এবং অপরজন কলকাতার বাসিন্দা। কলকাতার বাসিন্দার নাম প্রীতম মাইতি (৩৮)। অন্যদিকে শিলিগুড়ির মৃত যুবকের নাম সৌরভ রায়চৌধুরী (২৮)। অপর পাঁচজনের মধ্যে তিনজন নেপাল ও দু’জন উত্তরপ্রদেশের মানুষ। মঙ্গলবারের ধসকাণ্ডে গুরুতর জখম হয়েছিলেন প্রায় ২০ জন। যার মধ্যে ৭ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। আহত পর্যটকদের মধ্যে দু’জন শিলিগুড়ি এবং পাঁচজন কলকাতার। বরফস্তূপের নিচে আর কেউ আটকে রয়েছে কি না তা জানতে বুধবারও খোঁজ চালায় সিকিম প্রশাসন।
সিকিমের (Sikkim) এই ধস প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ছাঙ্গুতে ধসের ঘটনায় ৭ জনের দেহ উদ্ধার হয়েছে। যার মধ্যে এ রাজ্যের দু’জন আছেন। আমরা মৃতদের পরিবারের পাশেই আছি। দুর্গম পার্বত্য এলাকা ও প্রতিকূল পরিবেশে উদ্ধার করতে সময় লাগা স্বাভাবিক ব্যাপার। আমরা সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।
দিনভর উদ্ধারকাজ চালানোর পর বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে বরফের নিচে আর কেউ চাপা পড়ে নেই। সে কারণেই উদ্ধারকাজ বন্ধ করা হচ্ছে। ধসে আটকে পড়া সমস্ত পর্যটক এবং গাড়িগুলিকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে। ধসের কারণে শুধু পর্যটকরা নন, স্থানীয় বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন।
আরও পড়ুন- মানহানি মামলায় হার, বিপুল টাকা জরিমানার নির্দেশ পর্ন তারকাকে