প্রতিবেদন : মেদিনীপুরের দুই বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চায়! কিন্তু আমরা দরজা খুলছি না। এভাবেই আজ মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে নাম না করে বিজেপির হাটে হাঁড়ি ভেঙে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। এদিন তিনি (Abhishek banerjee) বলেন, আমি নাম বলছি না, বিজেপির এখানে ক’টা এমএলএ আছে? দুটো।
বিজেপির এই দুই বিধায়কই তৃণমূলে আসতে চান। তাঁরা চাইছেন আসতে। কিন্তু আপনাদের দাবি মেনে আমরা দরজা বন্ধ করে রেখেছি। যাঁরা এখানে পঞ্চাশের ওপর বয়সের আছেন, তাঁরা জানেন শীতল কপাটের ইতিহাস। শীতল কপাট কীভাবে সন্ত্রাস করেছে, সবাই জানে। সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে। এরা তৃণমূলের সম্পদ জীবনে হবে না।
যতদিন আমরা আছি ততদিন এদের জন্য তৃণমূলের দরজা খুলবে না। মঞ্চে থাকা অজিত মাইতিকে দেখিয়ে বলেন, এই অজিত মাইতির সঙ্গে হিরণ আমার অফিসে এসেছিল। কিন্তু আমরা দলে নিইনি। আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দলে নিইনি। কিন্তু এবার খড়্গপুরে আমাদের জেতাতে হবে।
আরও পড়ুন- সিপিএমের হার্মাদরাই বিজেপির বড় জল্লাদ, ১৫–০ করার ডাক দিলেন অভিষেক
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…