SIR-এর কাজের অতিরিক্ত চাপে একাধিক মৃত্যু! মধ্যপ্রদেশে মৃত ২ BLO

Must read

শুধু বাংলাতেই না ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশেও মৃত্যু বিএলওদের (Madhya pradesh_BLO)। এসআইআরের কাজের অতিরিক্ত চাপের ফের মৃত্যুর ঘটনা। তাতেও চুপ নির্বাচন কমিশন। আর কত প্রাণ যাবে? এসআইআরের জন্য আরও কতজনকে মরতে হবে? মধ্যপ্রদেশের রায়সেন এবং দামোহ জেলার বাসিন্দা ছিলেন তাঁরা।

তবে নিহত শিক্ষক-বিএলওদের (Madhya pradesh_BLO) আত্মীয়স্বজন এবং বন্ধুরা মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত কাজের চাপ এবং গণনার লক্ষ্য পূরণের চাপকে দায়ী করেছেন। পৃথকভাবে, রায়সেন জেলায় গত ৬ দিন ধরে একজন বিএলও নিখোঁজ রয়েছেন। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে সূত্রের খবর। শুক্রবার গভীর রাতে তাঁদের মৃত্যু হয়েছে। মৃত দুই বিএলও হলেন রমাকান্ত পান্ডে এবং সীতারাম গন্দ (৫০)।

আরও পড়ুন- মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা! প্রায় এক ঘণ্টা ব্যাহত পরিষেবা

নিখোঁজ বিএলওর নাম নারায়ণ দাস সোনি। তিনি ভাব্য সিটির বাসিন্দা। এসআইআর প্রক্রিয়ার কাজের চাপে একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে গোটা দেশজুড়ে। বাংলায় নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া SIR এর আতঙ্কেই প্রাণ হারিয়েছেন BLO-সহ ৩৪ জনেরও বেশি মানুষ! একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে দু’বছরের কাজ দু’মাসে করানোর খেসারত দিতে হচ্ছে বাংলার মানুষকে।

Latest article