প্রতিবেদন : একইদিনে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রীতিমতো ধাক্কা খেলেন ২ বিচারপতি। প্রাথমিকে নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। অন্যদিকে বিচারপতি অমৃতা সিনহার ভূমিকার কড়া সমালোচনা করল ডিভিশন বেঞ্চ। বুধবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, প্রাথমিকে নিয়োগ প্যানেল প্রকাশের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তা খারিজ করা হল। স্বাভাবিকভাবেই স্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন-বিচারপতিদের মুখে লাগামের আর্জি, সুপ্রিম কোর্টে অভিষেক
এদিকে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে হস্তক্ষেপ না করলেও তাঁর ভূমিকার সমালোচনা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। আদালতের মতে, সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে সঠিক কাজ করেননি বিচারপতি অমৃতা সিনহা।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন এই একই বিষয় নিয়ে মামলা চলছে তখন বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশ সঠিক নয়। বিচারবিভাগীয় পরিকাঠামো এবং বিচারবিভাগীয় আচরণের ক্ষেত্রে এটি সঠিক উদাহরণ নয়। মারাত্মক প্রবণতা।
আরও পড়ুন-বিজেপিকে দুরমুশ করতে নেত্রীর দাওয়াই, উজ্জীবিত জেলা নেতৃত্ব
তবে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ। বুধবার সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ ডিভিশন বেঞ্চের। মামলাটি সম্পর্কে বিচারপতি অমৃতা সিনহাকে সঠিকভাবে অবহিত না করার জন্য ইডি-রও সমালোচনা করেছে আদালত।