চা বাগানে গাছের মগডালে দুই চিতা (cheetah) বাঘের লড়াইয়ের সাক্ষী থাকলো ফাঁসিদেওয়ার বিজলিমনি চা বাগানের শ্রমিকেরা। ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল। ঘটনাটি বিজলিমনি চা বাগানের ১৩ নম্বর সেকশন সংলগ্ন এলাকায়।
আরও পড়ুন-যাদবপুরের উপাচার্যকে অপসারণ রাজ্যপালের! অচলাবস্থা তৈরিতে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী
প্রতিদিনের মতো শুক্রবার সকালে শ্রমিকরা চাপাতা তোলার সময় চিতাবাঘ দুটিকে লড়াই করতে দেখতে পান। চিৎকার চেঁচামেচি হওয়াতে গাছের মগডাল থেকে নেমে পালিয়ে যায় চিতা (cheetah) বাঘ দুটি। যদিও এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোষপুকুর বনদফতর। বনদফতর সূত্রে খবর গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে পাশাপাশি দূরবীন দিয়ে নজর রাখা হচ্ছে। চা বাগানে দুটি চিতাবাঘ কোথায় রয়েছে খুঁজতে তৎপর বন দফতর।