প্রতিবেদন: সর্বভারতীয় সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় প্রথম দশে এবার জায়গা করে নিল এ রাজ্যের দু’টি কলেজ (college) । সম্প্রতি কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ২০২৩-এর তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে ভারতের সেরা কলেজগুলির মধ্যে ৫ নম্বরে রয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ ও ৮ নম্বরে রহড়া রামকৃষ্ণ মিশন পরিচালিত বিবেকানন্দ সেন্টিনারি কলেজ।
আরও পড়ুন-‘এটা সিবিআই-এর কাজ নয়’ হাওড়ায় মৃতদের শ্রদ্ধাজ্ঞাপন করে সাফ জানালেন মুখ্যমন্ত্রী
দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির সার্বিক তালিকায় প্রথম দশে বাংলার এই দুই কলেজ জায়গা করে নেওয়ায় খুশি সকলেই। সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকাতেও প্রথম দশের মধ্যে দুটি জায়গা করে নিয়েছে দুটি বিশ্ববিদ্যালয়। তালিকার ৪ নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আইনের ক্ষেত্রে বাংলার ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি চতুর্থ স্থান দখল করেছে। গবেষণার ক্ষেত্রে ৫ নম্বরে রয়েছে খড়গপুর আইআইটি।
আরও পড়ুন-প্রয়াত ‘মহাভারত’-এর ‘শকুনি মামা’ গুফি পেন্টাল
সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার নজরকাড়া সাফল্য। এই সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও। তালিকা প্রকাশের পর তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন।