ছত্তীসগঢ়ে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে জখম দুই সিআরপিএফ জওয়ান

নিরাপত্তা বাহিনীর অভিযান চলছেই কিন্তু তার মধ্যেই ছত্তীসগঢ়ের (Chhattisgarh) বস্তারে আবার মাওবাদীদের পাতা ফাঁদে বিপত্তি।

Must read

নিরাপত্তা বাহিনীর অভিযান চলছেই কিন্তু তার মধ্যেই ছত্তীসগঢ়ের (Chhattisgarh) বস্তারে আবার মাওবাদীদের পাতা ফাঁদে বিপত্তি। মঙ্গলবার বিজাপুর জেলার আওয়াপল্লি থানায় মাওবাদী বাহিনীর আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান। টিমাপুর এবং মুরদান্ডা গ্রামের মধ্যবর্তী পাহাড়-জঙ্গলঘেরা এলাকায় সিআরপিএফের ২২৯তম ব্যাটালিয়ন এবং ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (ডিআরজি)-এর যৌথবাহিনী ‘রোড সিকিউরিটি অপারেশন’ চালাচ্ছিল। হঠাৎ করেই রাস্তাতে পুঁতে রাখা আইইডির বিস্ফোরণ ঘটে। যার ফলে জখম হন দুজন। দ্রুত তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় কর্তব্যরত সিআরপিএফ জওয়ানদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিজাপুরের জেলা হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন-টার্গেট বাংলা, অসম মডেলে ডিটেনশন ক্যাম্পের ভীতি তৈরির চেষ্টা : অভিষেক

গত ৯ জুন ছত্তীসগঢ়ের সুকমায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় জেলা পুলিশের অতিরিক্ত সুপার (এএসপি) আকাশ রাওয়ের। এই ঘটনায় এক মাওবাদীকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ জানুয়ারি থেকে ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশন জুড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। দন্তেওয়াড়া, বিজাপুর,কোন্ডাগাঁও-সহ মাওবাদীদের বেশ কয়েকটি জেলায় সেই অভিযানে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএর নেতা-কর্মীদের মৃত্যু ছাড়াও অনেকেই আত্মসমর্পণের করছে। মাওবাদী পলিটব্যুরো সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু ওরফে গগন্না, সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য নরসিংহচলম ওরফে সুধাকর, চৈতন্য ভেঙ্কট রবি ওরফে অরুণা-সহ বেশ কয়েকজন নেতা-নেত্রী নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। মাওবাদীরা যে এত সহজে ছেড়ে দেবেনা সেই কথা অনুমান করছে পুলিশ। ডেপুটি সিএম শর্মা এই বিষয়ে বলেন, জেলার অনেক জায়গায় বর্তমানে তল্লাশি অভিযান চলছে।

Latest article