প্রতিবেদন : পরপর দু’দিন দেশে দৈনিক করোনা আক্রান্তের (Covid) সংখ্যা ৬ হাজারের উপরেই রইল। শুধু তাই নয়, আরও বাড়ল পজিটিভিটির হার। যা নিশ্চিতভাবেই স্বাস্থ্যমন্ত্রকের উদ্বেগ বাড়িয়েছে। শনিবার সকালে দেওয়া স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬,১৫৫ জন। যা শুক্রবারের থেকে সামান্য হলেও বেশি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, দেশের দৈনিক পজিটিভিটির হার বেড়ে হয়েছে ৫.৬৩ শতাংশ। একইভাবে বেড়েছে সাপ্তাহিক পজিটিভিটির হারও। সাপ্তাহিক পজিটিভিটির হার বেড়ে হয়েছে ৩.৪৭ শতাংশ। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবে বেড়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। শনিবার সকাল পর্যন্ত দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩১,১৯৩। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার একই জায়গায় রয়েছে। শনিবার সকালে এই হার ছিল ৯৮.৭৪ শতাংশ।
আরও পড়ুন-ভোট টু মমতা-ই বাংলার আসল স্লোগান
রাজ্যগুলির মধ্যে নতুন করে মহারাষ্ট্রে করোনার (Covid) দৈনিক সংক্রমণ ক্রমশ বাড়ছে। একদিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজারেরও বেশি। পাশাপাশি দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৭৩৩ জন। পজিটিভিটির হার ২০ শতাংশ। কেরলে প্রথম থেকেই সংক্রমণের হার যথেষ্ট বেশি। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রতিটি রাজ্যকেই সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে। হাসপাতালগুলিকেও করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, হাসপাতালগুলির পরিকাঠামো কতটা উপযুক্ত তা জানতে ১০ ও ১১ এপ্রিল মক ড্রিল শুরু হবে।
সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় এবার বিদেশ থেকে আসে যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক বলে ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। সংক্রমণ যাতে লাগামছাড়া হতে না পারে তার জন্যই বিদেশ-ফেরত যাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।