প্রতিবেদন : শিক্ষা বিভাগে শহর কলকাতার মুকুটে নয়া পালক। ‘এডুকেশন ওয়ার্ল্ড ম্যাগাজিন’-এর র্যাঙ্কিংয়ে রাজ্য সরকার পোষিত ডে স্কুলের তালিকায় দেশের মধ্যে স্থান করে নিল কলকাতার দুটি স্কুল। এই তালিকায় ১২ নম্বর স্থানে রয়েছে যাদবপুর বিদ্যাপীঠ (jadavpur vidyapith), ২৩ নম্বর স্থান পেয়েছে যোধপুর পার্ক বয়েজ।
ইতিমধ্যেই দিল্লি থেকে শংসাপত্র নিয়ে এসেছেন যাদবপুর বিদ্যাপীঠের (jadavpur vidyapith) প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য। তিনি বলেন, দিন দিন প্রতিযোগিতা কঠিন হচ্ছে। এগিয়ে থাকছে নয়াদিল্লি, চণ্ডীগড় বা ওড়িশার স্কুলগুলি। তার মধ্যেও সীমিত পরিকাঠামো নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।
আরও পড়ুন-ভালো আছে লাকি! জানালেন কার্শিয়ং-এর DFO, পুরস্কার ঘোষণা মুখ্যমন্ত্রীর
পার্থপ্রতিমবাবু আরও বলেন, লম্বা ছুটি একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এখানেই অন্য রাজ্য এবং বেসরকারি স্কুলগুলির কাছে আমরা পিছিয়ে পড়ছি। ছুটির সময় অনলাইন ক্লাসের কথা বলা হলেও শিক্ষক-শিক্ষিকারা রাজি হন না।