প্রতিবেদন : দেশ-কাল-ভাষা-জাতি কখনওই তাঁর কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি যখন যেখানে গেছেন সকলের সঙ্গে একাত্ম হয়েছেন মুহূর্তেই। এবার দুবাই বিমানবন্দরেও সেই চেনা ছবি ধরা পড়ল। লন্ডনে যাওয়ার জন্য দুবাই বিমানবন্দরে নেমে অপর বিমান ধরার জন্য যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই হঠাৎ থমকে দাঁড়ালেন তিনি। চোখে পড়ল দুই তরুণীর নাচ। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর আবদার আরও নাচ দেখানোর। দুই তরুণী তো মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন আবদার শুনে গদগদ। ‘দিদির আবদার’, ফেরাতে পারেন তাঁরা! প্রথমে ইতস্তত করলেও মুখ্যমন্ত্রীই তাঁদের সাহস দিলেন। তারপরই ফের গানের তালে পা মেলালেন। তাঁদের পুরো পারফরম্যান্স উপভোগ করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-বিরোধীশূন্য উত্তর দমদম পুরসভা
ইউরোপে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন দুই গুজরাতি তরুণী। সেজন্যই মেহেন্দির নাচের অনুশীলন করেছিলেন তাঁরা। তা দেখেই থমকে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই সৃজনশীল মুখ্যমন্ত্রী সব দেশের সংস্কৃতিকে গুরুত্ব দেন। এক্ষেত্রেও তাই অন্যথা হল না। তরুণীদের উৎসাহ দিয়ে লজ্জা কাটাতে বলেন, আমিও তো কিছুদিন আগে ভাঙড়া নাচলাম। ব্যস, এটুকু কথাই ছিল যথেষ্ট। মেহেন্দির প্রস্তুতি নাচ দেখিয়ে মুখ্যমন্ত্রীর আবদার রাখলেন তাঁরা। মধ্যরাতেও গমগম করে উঠল দুবাইয়ের বিজনেস লাউঞ্জ। নাচ শেষ হতেই শুরু হল ভক্তদের সেলফি তোলার হিড়িক। সকলের আবদার হাসিমুখে মেটালেন বাংলার মুখ্যমন্ত্রী।