সংবাদদাতা, বারুইপুর: কয়েকদিন আগেই রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর মহকুমা হাসপাতাল এবং বারইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বৈঠক করেন। তারপর সোমবার ফের বারুইপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা বৈঠক হল। বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুরের এসডিপিও অফিস বিশ্বাস, হাসপাতাল সুপার ধীরাজ রায়, আইসি সৌমজিৎ রায়-সহ আরও অনেকে।
আরও পড়ুন-মাঝসমুদ্রে নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী
হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন সিভিক ও প্রাইভেট এজেন্সির নিরাপত্তারক্ষীরা। বৈঠকে স্থির হয়েছে, এবার থেকে নিরাপত্তারক্ষীদের নিজস্ব পোশাক পরতে হবে। আইডেন্টিটি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে। রোগীর আত্মীয়, পরিজনদের আইডেন্টিটি কার্ড দেখাতে হবে। হাসপাতালের ভিতরে রোগী বা তাঁদের পরিজনদের কোনও গাড়ি রাখা যাবে না। হাসপাতালে রোগী ও ডাক্তারদের গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাসপাতালের প্রত্যেক কর্মী ও ডাক্তারদের গাড়িতে স্টিকার লাগাতে বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষই তাঁদের এই স্টিকার সরবরাহ করবে।