ভারতীয় বংশোদ্ভূত ২ বিজ্ঞানী পুরস্কৃত

Must read

প্রতিবেদন : ভারতীয় বংশোদ্ভূত দুই বিজ্ঞানী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বৈজ্ঞানিক পুরস্কারে সম্মানিত হলেন। এই দুই বিজ্ঞানী হলেন অশোক গাডগিল এবং সুব্রা সুরেশ (Ashok Gadgil-Subra Suresh)। তাঁরা যথাক্রমে ন্যাশনাল মেডেল অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং ন্যাশনাল মেডেল অফ সায়েন্সে ভূষিত হয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দুই ইন্দো-আমেরিকান বিজ্ঞানীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে তাঁদের অবদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে তাদের ভূষিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মান ভাল রাখা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেদের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের এই সম্মান দেওয়া হয়।
আইআইটি কানপুর এবং বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে অশোক গাডগিল তাঁর উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি যুক্ত হন সুরক্ষিত পানীয় জল পাওয়ার প্রযুক্তি গড়ে তোলা এবং সাশ্রয়ী দামে বিদ্যুৎ উদ্ভাবনের ক্ষেত্রে। অন্য বিজ্ঞানী সুব্রা সুরেশ (Ashok Gadgil-Subra Suresh) আদতে মুম্বইয়ের বাসিন্দা। বর্তমানে তিনি কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন। সুরেশ মার্কিন ন্যাশনাল সায়েন্স ইনস্টিটিউটের ডিরেক্টরও। বায়ুদূষণের মোকাবিলায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন- নতুন ৮ ভাইরাসের হদিশ মিলল চিনে, ফের শঙ্কা অতিমারির

Latest article