প্রতিবেদন : সোদপুরে স্টেশনে (sodepur station) রেললাইন পার হতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ২ মহিলার! ধাক্কা মেরে পরপর ৭টি স্টেশন দেহ টেনে নিয়ে গেল হাটে বাজারে এক্সপ্রেস। নৈহাটি স্টেশনে ট্রেন দাঁড়ালে উদ্ধার হয় দেহ। বুধবার রাত প্রায় ১০টা নাগাদ সোদপুর স্টেশনের কাছে দুই মহিলাকে ধাক্কা মারে ট্রেনটি। একজন সেখানেই লাইনে ছিটকে পড়েন। অন্যজনের দেহ ইঞ্জিনে লেগে কাউক্যাচারের হুক থেকে ঝুলতে থাকে। সেই অবস্থাতেই ৭টি স্টেশন পার করে ট্রেন থামে নৈহাটি স্টেশনে। দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে রেল পুলিশ।