সংবাদদাতা, রামপুরহাট : ওড়িশায় সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু বীরভূমের পাইকরের দুই শ্রমিকের। খবরটা পেয়েই মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াল জেলা প্রশাসন। পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন বিডিও নাজের হোসেন। মৃতদের নাম সাফিকুল শেখ ও গোলশাহানুর শেখ। বাড়ি বীরভূমের পাইকর থানার নয়াগ্রামে। ঘটনাটি ওড়িশার খুরদা জেলায়। গতকাল সেখানকার ধাউলি থানার রঘুনাথগঞ্জ এলাকায় একটি নির্মীয়মাণ বাড়িতে সেপটিক ট্যাঙ্কে কাজ করার জন্য নামেন এই দুই শ্রমিক।
আরও পড়ুন-সিটি স্ক্যান করানো হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর, দুপুরে বোর্ড মিটিং
সেখানেই বিষাক্ত গ্যাসে মারা যান। সহকর্মীরা জানান, বাড়িটির ঠিকাদার কাজ করার জন্য প্রথমে সাফিকুলকে সেপটিক ট্যাঙ্কে নামতে বলেন। সাফিকুল নামামাত্র অজ্ঞান হয়ে গেলে তাঁকে উদ্ধার করতে নামেন গোলশাহানুর। তিনিও অজ্ঞান হয়ে যান। কর্মরত অন্য শ্রমিকেরা উদ্ধার করতে এসে দেখেন দু’জনেই মারা গিয়েছেন। ধৌলি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। গতকাল রাতে ওড়িশা পুলিশ মৃতদের বাড়িতে দুই শ্রমিকের মৃত্যুর খবর জানায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বীরভূমের নয়াগ্রামে।