মুর্শিদাবাদের দুই লক্ষ কর্মী হাজির ঐতিহাসিক সমাবেশে

কোভিডের জন্য দু’বছর পর আজ ধর্মতলায় প্রকাশ্য সমাবেশ।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : কোভিডের জন্য দু’বছর পর আজ ধর্মতলায় প্রকাশ্য সমাবেশ। একদা কংগ্রেসের গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলায় বাম-কংগ্রেস জোটকে বিধানসভা ও পুরসভা ভোটে ধরাশায়ী করার পর এবারই প্রথম একুশে জুলাইয়ের সমাবেশে হাজির থাকার সুযোগ পান জেলার তৃণমূল কর্মীরা। অতীতের সব রেকর্ড ছাপিয়ে ধর্মতলা ভরিয়ে দিলেন তাঁরা।

আরও পড়ুন-বিচারপতির ফেসবুক হ্যাক, ধৃত ছাত্র

দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি শাওনি সিংহ রায় বলেন, ‘একুশের সমাবেশে জেলার ৪৫৭৮টি বুথ এলাকার প্রতিটি থেকে কমপক্ষে ৩০ জন করে প্রায় দেড় লক্ষ কর্মী কলকাতায় এসেছেন নেত্রীর বক্তব্য শুনতে।’ সুতির বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, ‘সুতি বিধানসভা থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন ৪ হাজার কর্মী।’ জঙ্গিপুর সাংগঠনিক জেলা থেকে কমপক্ষে ৪৫ হাজার কর্মী-সমর্থক এসেছেন বলে জানান জেলা সভাপতি খলিলুর রহমান। সব মিলিয়ে মুর্শিদাবাদ থেকে ঐতিহাসিক সমাবেশে হাজির প্রায় ২ লক্ষ কর্মী-সমর্থক।

Latest article