প্রতিবেদন: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের ডার্বি (Derby Venue) হওয়ার কথা আগামী ১৯ জুলাই। সিনিয়র দল নাই বা খেলুক, কলকাতা ডার্বি মানেই তার মর্যাদা ও গুরুত্ব আলাদা। কিন্তু পাঁচদিন আগেও মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই প্রধানই অন্ধকারে বড় ম্যাচের ভেনু নিয়ে। আইএফএ-র অপেশাদারিত্ব, উদাসীনতা ও পরিকল্পনার অভাবে ডার্বির ভেনু (Derby Venue), টিকিট বিক্রি সংক্রান্ত কোনও তথ্যই কারও কাছে নেই। দুই প্রধানের সমর্থকরা জানেন না, কবে, কোথা থেকে পাওয়া যাবে ডার্বির টিকিট। আশ্চর্যের ব্যাপার, পাঁচদিন আগে ডার্বির ভেনুই চূড়ান্ত করতে পারেনি আইএফএ। সচিব অনির্বাণ দত্তের কাছে পাঁচদিন নাকি অনেক সময়। তাঁর কথায়, দু’দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে আশা করছি। বেশ কিছু ভেনু নিয়ে আলোচনা হচ্ছে। পুলিশের অনুমতির ব্যাপার রয়েছে। ভালভাবেই ডার্বি হবে। প্রতি বছরই কলকাতা লিগ নিয়ে ল্যাজেগোবরে অবস্থা হয় আইএফএ-র। তবু ভুল থেকে শিক্ষা নিতে পারে না তারা।
আরও পড়ুন-হার-জিতের মাঝখানে দাঁড়িয়ে রাহুল