প্রতিবেদন : যাবতীয় জল্পনার অবসান। প্রকাশিত সুপার কাপের সূচি। নকআউট ফরম্যাটের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে ২০ এপ্রিল। আর প্রথম দিনেই মাঠে নামছে কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সোমবার সুপার কাপের যে সূচি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রকাশ করেছে, তাতে জানা গিয়েছে, ফাইনাল ৩ মে। গতবারের মতো এবারও টুর্নামেন্টের ভেনু ভুবনেশ্বর।
আরও পড়ুন-ধোয়া তুলসীপাতাদের কলঙ্ককথা
গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ২০ এপ্রিল মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের। সেদিনই আই লিগের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। সরকারিভাবে জানানো না হলেও, সবুজ-মেরুনের প্রতিপক্ষ সম্ভবত রিয়াল কাশ্মীর। প্রথম রাউন্ডের ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে একে অন্যের মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। কলকাতার আরেক প্রধান মহামেডান স্পোর্টিংকে রেখেই সুপার কাপের সূচি ঘোষণা করা হয়েছে। ২৪ এপ্রিল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে মহামেডান।
তবে সূচি প্রকাশ্যে এলেও, আই লিগের দলগুলি নিয়ে ধোঁয়াশা থাকছে। কারণ লিগ শেষ হলেও, আইনি জটিলতায় এখনও চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করেনি ফেডারেশন। গোটা বিষয়টি আপাতত অ্যাপিল কমিটির বিচারাধীন। আগামী ২৮ এপ্রিল এই ইস্যুতে শুনানি হবে।