ঝাড়খণ্ডে (Jharkhand) এনকাউন্টারে নিহত ২ মাওবাদী। গুলির লড়াইয়ে শহিদ এক সিআরপিএফ জওয়ানও। বোকারো জেলায় বুধবার ভোর সাড়ে পাঁচটায় গোমিয়া থানা এলাকার বীরহোরডেরা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়।
আইজি (বোকারো জোন) ক্রান্তি কুমার গাদিদেসি জানিয়েছেন, অভিযানের সময়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই মাওবাদীর মৃত্যু হয়। গুলি বিনিময়ের ফলে সিপিআরপিএফের কোবরা ব্যাটালিয়নের এক জওয়ানও নিহত হয়েছেন। বর্তমানে সেখানে এনকাউন্টার চলছে না। তবে এলাকা ঘিরে রেখে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।
পুলিশের লাগাতার অভিযানে কোনঠাসা হচ্ছে মাওবাদীরা। পুলিশের গুলিতে নিকেশ হচ্ছে মাওবাদী সদস্যরা। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যাওয়ার পাশাপাশি সমাজের মূলস্রোতে ফিরতে আত্মসমর্পণ করছেন মাওবাদীরা।