কাশ্মীরে নিকেশ ২ জঙ্গি, মিলেছে অস্ত্রভাণ্ডারের সন্ধান

Must read

জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir) সীমান্ত নিরাপত্তার এমনই বেহাল অবস্থা, যাতে প্রতিবেশী দেশ থেকে অস্ত্র নিয়ে এসে মজুত করে রীতিমত যুদ্ধের আয়োজন করে ফেলেছিল জঙ্গিরা। শনিবার সেরকমই এক জঙ্গি ডেরার হদিশ পেল ভারতীয় সেনা। সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জঙ্গির।

আরও পড়ুন- নারীর ক্ষমতায়নে জননেত্রীর দেখানো পথেই সার্বিক সাফল্য

কাশ্মীরের কুপয়ারার গুগালধার এলাকায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের খবর আসে সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে। দ্রুত সেনা ও কাশ্মীর (Jammu Kashmir) পুলিশের যৌথ বাহিনী সেখানে উপস্থিত হয়ে জঙ্গি নিকেশে কাজ শুরু করে। গুলির লড়াইতে মৃত্যু হয় ২ জঙ্গির। কিন্তু অপারেশন গুগালধার শেষে সেনাবাহিনীর সামনে যা বেরিয়ে আসে তা দেখে চক্ষু চড়কগাছ সেনা জওয়ানদের।

গুগালধার এলাকায় রীতিমত অস্ত্র মজুত করে যুদ্ধের আয়োজন করে ফেলেছিল জঙ্গিরা। এরপরই স্থানীয় এলাকায় জোরদার অনুসন্ধান চালাতে শুরু করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী। তবে এই ঘটনায় ভারতীয় সেনা তথা স্বরাষ্ট্রমন্ত্রকের গোয়েন্দা ব্যর্থতা ফের একবার স্পষ্ট হয়ে সামনে এল।

Latest article