কেরলে (Kerala) কেন্দ্র সরকার অধীনস্থ স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার হস্টেলে দুই নাবালিকা খেলোয়াড়ের রহস্য মৃত্যু। বৃহস্পতিবার সকালে হস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয়েছে দুই নাবালিকার ঝুলন্ত দেহ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন-সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষপদে বাংলার আইপিএস
মৃত নাবালিকার একজনের বয়স ১৭ ও অন্য জনের ১৫ বছর। তাঁরা যথাক্রমে কোঝিকোড় এবং তিরুবন্ততপুরমের বাসিন্দা। একজন প্রশিক্ষণরত অ্যাথলিট এবং অন্যজন প্রশিক্ষণরত কবাডি খেলোয়াড়। দু’জনেই হস্টেলের একটি ঘরে এক সঙ্গে থাকত। বৃহস্পতিবার ভোর প্রায় ৫টা নাগাদ অন্য আবাসিকরা লক্ষ্য করেন, নির্ধারিত সকালের প্রশিক্ষণে দুই কিশোরী হাজির হয়নি। একাধিকবার দরজায় ধাক্কা দিয়েও সাড়া না মেলায় কর্তৃপক্ষ দরজা ভেঙে ভিতরে ঢুকে দু’জনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
আরও পড়ুন-চকৌরির হাতছানি
পুলিশ জানিয়েছে, ‘বার বার দরজার কড়া নেড়েও তাঁদের সাড়া পাওয়া যায়নি। তখন হস্টেলের ওয়ার্ডেন ওই রুমের দরজা ভাঙার সিদ্ধান্ত নেন। তারপর দরজা খুলতেই দেখা যায়, সিলিং ফ্য়ানের সঙ্গে প্যাঁচিয়ে গলা দড়ি দিয়েছন দুই নাবালিকা। শরীর একেবারে নিষ্প্রাণ।’ তবে খুন নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কোল্লাম পুলিশ।

