সংযুক্ত আরব আমিরশাহির (UAE) এক নাগরিককে খুনের মামলায় দোষী সাব্যস্ত হন রিনাশ। অন্যদিকে মুরলীধরন এক ভারতীয়কেই খুনের মামলায় দোষী সাব্যস্ত হন। এবার দুজনেরই মৃত্যুদণ্ড হয় সেখানকার আদালতে। সংযুক্ত আরব আমিরশাহির শীর্ষ আদালতও সর্বোচ্চ সাজাই বহাল রাখে। গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসন ভারতীয় দূতাবাসকে এই মর্মে জানায়, দু’জনেরই ফাঁসি হয়ে গিয়েছে। দুজনকেই সব রকম আইনি সহায়তা দিয়েছে দূতাবাস। সংযুক্ত আরব আমিরশাহির কাছে তাঁদের প্রাণভিক্ষার আর্জিতে দূতাবাস আইনি সহায়তাও করেছিল। যে দুই ভারতীয় নাগরিকের ফাঁসি হল সংযুক্ত আরব আমিরশাহিতে তাদের নাম মুহাম্মদ রিনাশ অরঙ্গিলোত্তু এবং মুরলীধরন পেরামতত্ত ভেলাপ্পিল। বাড়ি কেরলে। দু’টি আলাদা খুনের মামলায় সংযুক্ত আরব আমিরশাহির আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে।
আরও পড়ুন-দীর্ঘদিন লিভ-ইন থাকা মহিলা ধ.র্ষণের অভিযোগ তুলতে পারবেন না, জানাল শীর্ষ আদালত
সূত্রের খবর, গত ২৮ ফেব্রুয়ারি তাঁদের ফাঁসির কথা সরকারি ভাবে ভারতীয় দূতাবাসকে সে দেশের প্রশাসন জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় ২৮ ফেব্রুয়ারিই উত্তরপ্রদেশের শাহজ়াদি খানের ফাঁসির কথা দূতাবাসকে জানিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির সরকার। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের তরুণী শাহজ়াদিরও ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে ফাঁসি হয়েছে। আবু ধাবিতে এক দম্পতির চার মাসের সন্তানকে দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। শিশুটির হঠাৎ মৃত্যু হয়। ওই দম্পতি শাহজাদির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানান ও যথাযত তদন্ত করে আবু ধাবি পুলিশ তাঁকে গ্রেফতার করে। সেখানকার আদালত সেই শিশুর খুনের মামলায় দোষী সাব্যস্ত করে শাহজ়াদিকে ফাঁসির নির্দেশ দেয়। সংযুক্ত আরব আমিরশাহির আইন মেনে গত ১৫ ফেব্রুয়ারি শাহজ়াদির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল তবে শাহজ়াদির ফাঁসির কথা গত ২৮ ফেব্রুয়ারি ভারতীয় দূতাবাসকে সরকারি ভাবে জানায় সে দেশের প্রশাসন। ১৬ দিন আগেই শাহজ়াদির ফাঁসি হয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহিতে। ৫ই মার্চ শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। শাহজ়াদির বাবার আর্জি ছিল সরকার যেন তাঁদের সংযুক্ত আরব আমিরশাহিতে মেয়ের শেষকৃত্যে যাওয়ার ব্যবস্থা করে দেয়। মেয়ের দেহটুকু তাদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ তারা জানান।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…