দেশের মধ্যে সেরা বাংলার দুই কন্যা

ফের শিক্ষার অঙ্গনে বাংলার সাফল্য।

Must read

প্রতিবেদন : ফের শিক্ষার অঙ্গনে বাংলার সাফল্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে যেভাবে শিক্ষায় বাংলা এগিয়েছে বিশেষ করে মেয়েরা তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ইউজিসি নেট পরীক্ষায় বাংলা থেকে সেরার তালিকায় তাই অনায়াসে জায়গা করে নিল দুই বঙ্গতনয়া। বাংলা বিষয়ে ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইন্ডিয়া ১ র‍্যাঙ্ক অর্জন করেছেন কাটোয়ার নীলুফা খাতুন। অন্যদিকে জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিষয়ে সারা ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কলকাতার রিক্তা চক্রবর্তী। দুজনকেই এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-উত্তমকুমারের প্রয়াণদিবসে সম্মানিত হলেন ছয় গুণী শিল্পী, ভাষা সন্ত্রাস চলছে, মহানায়ক সম্মান মঞ্চেও প্রতিবাদী মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী লেখেন, ইউজিসি নেটে বাংলায় ১০০ শতাংশ নম্বর পেয়ে ভারতে প্রথম স্থান অধিকারী কাটোয়ার নীলুফা ইয়াসমিনকে অভিনন্দন। গণযোগাযোগ ও সাংবাদিকতায় ভারতে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য কলকাতার রিক্তা চক্রবর্তীকেও অভিনন্দন জানাই। তোমাদের সাফল্য আমাদের রাজ্যকে গর্বিত করেছে।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার নীলুফা ইয়াসমিন জানায়, আমি এই পরীক্ষায় আগেও দু’বার বসেছি, কিন্তু আশানুরূপ ফল পাইনি। তবে ব্যর্থতা এলেও, আমি সাফল্যের জন্য এটাকেই
বিশেষ গুরুত্ব দিয়েছি, থেমে যাইনি। নিজের ভুলগুলো বিশ্লেষণ করে আমি পরীক্ষায় বসি, এরপর আমার সাফল্য আছে আমি শীর্ষস্থান অর্জন করি। এই ফল প্রকাশের পর বিশ্বাস করতে পারেননি, তার পর অনলাইনে দেখতে পাই বাংলা বিষয়ে একশোর মধ্যে ১০০ পেয়েছি, দুবারের চেষ্টায় এই সাফল্য— ভাবতে পারি না। আমি খুব খুশি পরিবারের সকলেই খুব খুশি।

আরও পড়ুন-বিজেপির পরিযায়ী নেতাকে ধুয়ে দিল তৃণমূল কংগ্রেস

রিক্তা চক্রবর্তী প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, এত ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী যে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। রিক্তা জানায়, সে এর আগেও বেশ কয়েকবার পরীক্ষায় বসেছে তবে এইবারে সফলতা এসেছে। সে ডিজিটাল মিডিয়ায় সাংবাদিকতা করতে চায়। তবে তার সঙ্গে সঙ্গে চালিয়ে যেতে চায় গবেষণার কাজও। মেয়ের সাফল্যে খুশি পরিবার-পরিজন থেকে পাড়া-প্রতিবেশী সকলেই।

 

Latest article