কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে দু’টি পুরোনো বাড়ি ধসে মৃত ১

সমস্যা হল যে রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি বেশ সরু। যেই কারণে এনডিআরএফ উদ্ধারকাজ চালাতে অনেকরকম বাধা পাচ্ছে ।

Must read

আজ মঙ্গলবার সকালে বারাণসীর (Varanasi) কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে ধসে পড়ল আনুমানিক প্রায় ১০০ বছরের দু’টি পুরোনো বাড়ি। জানা গিয়েছে, ঘটনাস্থলে আটকে পড়েছেন কমপক্ষে আট জন। খবর পেয়ে সেখানে পৌঁছেছে উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অনবরত বৃষ্টির ফলেই বাড়ি দু’টির তলার মাটি ক্ষয়ে গিয়ে এই বিপত্তি। বাড়ি দু’টি এতটাই পুরোনো ছিল এবং রক্ষণাবেক্ষণের অভাব ছিল যে বাইরে থেকেও জরাজীর্ণ অবস্থা প্রকট হয়ে উঠছিল। পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল এই মর্মে জানান মঙ্গলবার সকালে ঘটনার পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। আট জন আটকে পড়েছিলেন ধ্বংসস্তূপের তলায়। ছ’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। কিন্তু এখনও এক মহিলা আটকে রয়েছেন তবে তিনি জীবিত কিনা বোঝা যাচ্ছে না। তাঁকে উদ্ধার করার চেষ্টা চলছে।

আরও পড়ুন-আমরা অখণ্ড পশ্চিমবাংলাকে যেকোনও মূল্যে রক্ষা করব, বিধানসভায় সর্বসম্মত সিদ্ধান্ত, বিজেপির দ্বিমুখী রণকৌশল ব্যর্থ

প্রসঙ্গত, এই বাড়ি দু’টি ছিল কাশী বিশ্বনাথ মন্দিরের প্রবেশদ্বারের রাস্তা সিল্কো গলি রোডে। মঙ্গলবার সকালে হঠাৎ করেই বাড়ি দু’টি প্রায় এক সঙ্গে ধসে পড়ে। বাড়ির বাসিন্দারা সেই সময়ে গভীর ঘুমে। তাই বাড়ির ভেতরেই আটকে যান তারা। খবর পেয়ে জাতীয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। শুধু তাই নয়, ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স এবং জেলা স্বাস্থ্য বিভাগ রয়েছে। আপাতত গোটা এলাকা পুলিশের আওতায়। সমস্যা হল যে রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি বেশ সরু। যেই কারণে এনডিআরএফ উদ্ধারকাজ চালাতে অনেকরকম বাধা পাচ্ছে ।

Latest article