বৃষ্টির জেরে রাস্তাতে ছিঁড়ে পড়েছিল বৈদ্যুতিক তার। রাস্তা দিয়েই যাচ্ছিলেন বৃদ্ধা পার্বতী ঘোষ। সেই সময় ঝুলে থাকা তারের দিকে নজর পড়েনি তাঁর। প্রথমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন, তারপর তাঁকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় আরও একজনের। বাঁকুড়া (Bankura) দুই নম্বর ব্লকের ভূতশহর গ্রামের এই ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। মৃতদের নাম পার্বতী ঘোষ (৪৭) এবং অনঙ্গ ঘোষ (৬২)। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন: এবার কলকাতা পুরসভায় চালু হচ্ছে ক্যানসার স্ক্রিনিং সেন্টার
স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে বৃষ্টিতে রাস্তার পাশে ঝুলে থাকা তার ছিঁড়ে পড়ে যায়। শনিবার সকালে ওই রাস্তা দিয়ে যেতে গেলে ওই তারে ঠেকে বিদ্যুৎস্পৃষ্ট হন পার্বতী ঘোষ নামের এক বৃদ্ধা । তাঁর অবস্থা দেখে তাঁকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন প্রতিবেশী অনঙ্গ ঘোষ। তিনিও তৎক্ষণাৎ তড়িতাহত হন। দু’জনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে (Bankura Sammiloni Medical College) নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।