প্রতিবেদন : ভিনরাজ্যে (Telangana) চাকরি করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম পশ্চিম মেদিনীপুরের দাসপুরের হরিরাজপুরের দু’জন, আর দু’জন নিখোঁজ। তেলেঙ্গানার (Telangana) সঙ্গারেড্ডি জেলার সিগাছি কেমিক্যাল ইন্ডাস্ট্রির ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে সোমবার। কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। ওই কারখানাতেই শ্রমিক হিসেবে কাজ করতেন রাজ্যের এমন দুই শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। বাকি দু’জনের মধ্যে একজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, অন্যজন ঘটনার সময় ডিউটি না থাকায় বেঁচে গিয়েছেন। তিনিই পশ্চিম মেদিনীপুরে ওঁদের পরিবারকে খবর দিয়েছেন।
ওই ওষুধ কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন দাসপুরের চারজন। সোমবার সকালের ভয়াবহ বিস্ফোরণের পর থেকে অসীম টুডু (৩৯) এবং শ্যামসুন্দর টুডুর(২৮) খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ওঁদের সহকর্মী ও পড়শি রাজীব টুডু। এক শ্রমিক তারাপদ টুডু (৫৫) জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রাজীব জানান, ওই কারখানায় তিন বছর ধরে কাজ করছেন তাঁরা। অসীম এক বছর হল যোগ দেন। শ্যামসুন্দর এবং তারাপদ গত মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ দেন। তারাপদ সম্পর্কে রাজীবের কাকা হন বলে জানা গিয়েছে।
রাজীব জানান, রবিবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডিউটি সেরে উনি বাড়ি ফিরেই খবর পান সাড়ে ন’টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণ হয়েছে কারখানায়। সঙ্গে সঙ্গে কারখানায় গিয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে কারখানা। দুর্ঘটনার সময় তারাপদ, শ্যামসুন্দর এবং অসীম ডিউটিতে ছিলেন। কাকা ও পাড়াতুতো দুই ভাইয়ের সন্ধান করতে থাকেন তিনি। পরে হাসপাতালে তারাপদকে দেখতে পেলেও শ্যামসুন্দর এবং অসীমের খোঁজ মঙ্গলবার বিকেল পর্যন্ত পাননি। ফলে বাড়ছে দুশ্চিন্তা।
আরও পড়ুন-অতিবৃষ্টিতে বাজারে সবজির চড়া দাম, খতিয়ে দেখলেন কৃষিকর্তারা