প্রতিবেদন: ভয়ঙ্কর ঘটনা বিজেপি নীতীশের বিহারে। পাটনার জানিপুরে এক নার্সের বাড়িতে ঢুকে তাঁর দুই সন্তানকে (Bihar School) জীবন্ত জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শোভাদেবী নামে ওই নার্স পাটনা এইমসে কর্মরত। এদিন সকালে যথারীতি স্কুলে গিয়েছিল তাঁর দুই সন্তান অংশ এবং অঞ্জলি। স্কুল থেকে ফিরতেই দুষ্কৃতীরা আচমকা হানা দেয় তাঁদের বাড়িতে। জীবন্ত পুড়িয়ে মারে দু’জনকে (Bihar School)। তারপরে চম্পট দেয় নিমিষের মধ্যে। তদন্তকারীরা বুঝে উঠতে পারছেন না কেন, কী উদ্দেশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ড। এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন-বিপ্লবীদের জন্য বিশেষ গ্যালারি নেই কেন আন্দামান সেলুলারে?