প্রতিবেদন: জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা বিশ্বখ্যাত ক্রিকেটার ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানালেন তাঁর দুই পুত্র। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের দুই পুত্র। পাকিস্তানের জেল থেকে বাবার মুক্তি চেয়ে এবার আন্তর্জাতিক মহলের কাছে আবেদন করেছেন এই দুই তরুণ। ২৭ বছরের সুলেমান খান এবং ২৬ বছরের কাসিম খান। কার্যত লোকচক্ষুর আড়ালে থাকা ইমরানের এই দুই পুত্র এই প্রথমবার পাকিস্তানের জেলে বন্দি বাবার মুক্তির জন্য সরব হলেন। একইসঙ্গে তাঁরা তুলে ধরেছেন বন্দিদশায় ইমরানের চরম দুরবস্থার ছবিও। শাহবাজ শরিফের জমানায় তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০২৩ সাল থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান। এখন তিনি রয়েছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। আপাতত দেড়শোর বেশি অভিযোগ রয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সবমিলিয়ে মুক্তির আশা ক্ষীণ হচ্ছে। পাকিস্তানের জনপ্রিয় মুখ ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধানের বিরুদ্ধে প্রতিটি অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি তাঁর অনুগামীদের। ইমরানের আইনজীবীরা বারবার অভিযোগ করছেন, জেলে খুবই অবহেলার মধ্যে রাখা হয়েছে তাঁকে।
আরও পড়ুন-দিঘার আশপাশে
ইচ্ছাকৃতভাবে লোডশেডিং করিয়ে কার্যত অন্ধকূপের মধ্যে রাখা হয়েছে তাঁকে। কিছুদিন আগে জেলে ইমরানের উপর অকথ্য যৌন নির্যাতনেরও অভিযোগ ওঠে। তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয় বিভিন্ন মহলে। এই প্রেক্ষিতে এই প্রথমবার বাবার মুক্তির জন্য প্রকাশ্যে আবেদন জানালেন তাঁর দুই পুত্র। কীভাবে পাকিস্তানের জেলে তাঁর বাবার উপর অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তা নিয়েও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন দুই তরুণ। ইমরানের দুই পুত্র সুলেমান এবং কাসিম ব্রিটিশ নাগরিক। তাঁদের মা জেমাইমা গোল্ডস্মিথের সঙ্গে বহু বছর আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে ইমরানের। এখন মায়ের সঙ্গে লন্ডনে থাকেন ইমরানের দুই পুত্র। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাসিম বলেছেন, আমরা চাই আন্তর্জাতিক মহল বাবার মুক্তির জন্য পদক্ষেপ করুক। আর এই বিষয়ে এগিয়ে আসুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাসিম জানিয়েছেন, বাবার মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চান তাঁরা দুই ভাই। এর পাশাপাশি, পাকিস্তানে গণতন্ত্র ফেরানোর আবেদনও করেছেন ইমরানের দুই পুত্র। তাঁদের আর্জি, পাকিস্তানে বাক্স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষার জন্য সমর্থন চাই। আমাদের বাবা ওখানে মৃত্যুকূপে রয়েছেন। সেখানে আলো পৌঁছয় না, আইনজীবী বা চিকিৎসকদের যেতে দেওয়া হয় না। সুলেমানের মন্তব্য, ট্রাম্প প্রশাসনের প্রতি আমরা আবেদন করছি বাক্স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষায় বাবার মুক্তির জন্য পদক্ষেপ নেওয়া হোক। ট্রাম্প বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা, তাই তাঁর কাছে আমাদের এই আবেদন।