দুই চা-বাগান দখলমুক্ত হল

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : প্রায় দু দশক বন বিভাগের জমি দখল করে চা-বাগান (Tea Garden) তৈরি করে ব্যবসা চালাত জমিমাফিয়ারা। অবশেষে শনিবার বেদখল হওয়া জমি উদ্ধার করল বনবিভাগ। শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের কুচিয়াজোত এলাকায়। বন বিভাগের চার বিঘা জমি দখল করে চা-বাগান (Tea Garden) গড়ে তুলেছিল এলাকার জমিমাফিয়া সমারু সিংহ ও ভবেশ সিংহ। বন দফতর দুজনকে বহুবার জমি খালি করার নোটিশ পাঠিয়েছে। তাতে কান দেয়নি তারা। অবশেষে এদিন বনকর্মীদের উপস্থিতিতে ও ফাঁসিদেওয়া পুলিশের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় উদ্ধার হল জমি। বন দফতর বুলডোজার দিয়ে সমস্ত চা-গাছ উপড়ে ফেলে। ডিএফও বলেন, উদ্ধার করা জমিতে বৃক্ষরোপণের কাজ হবে। ভবেশ সিংহ বলেন পূর্বপুরুষেরা এই জমিতে চা-বাগান গড়ে তুলেছিলেন। বনবিভাগের ম্যাপে এই জমি আসায় তারা জমির দখল নিয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু রুখতে সব জেলাকে নির্দেশ নবান্নের

Latest article